জাতীয়

মতিঝিলে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ চলছে

মতিঝিলের শাপল চত্বর এলাকায় আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে তারা এ বিক্ষোভ মিছিল বের করেন।

এসময় শিক্ষার্থীদের হটাতে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এতে শাপলা চত্বর এলাকায় সব যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন উত্তপ্ত বাড্ডা রাজধানীর কাজলায় পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সংঘর্ষ চলছে। পুলিশের সঙ্গে ছাত্রলীগের কর্মীরাও যোগ দিয়েছেন। পুলিশের ধাওয়ায় একদল শিক্ষার্থী আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নিয়েছেন।

ইএআর/এসআইটি/জেআইএম