বাগেরহাটের শরণখোলা উপজেলাধীন পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন এলাকায় বুধাবার বিকেলে লাগা আগুন এখনো নেভেনি। বৃহস্পতিবার সকালেও বেশ কিছু এলাকায় ধোয়া দেখা গেছে। বনের আগুন সম্পূর্ণভাবে নিভাতে মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট বৃহস্পতিবার সকাল থেকে সেখানে পৌঁছে আবারও পানি ছিটানোর কাজ শুরু করেছে। এদিকে বুধবার নুতন করে সুন্দরবনে আগুন লাগার কারণ উদঘাটনে চাদপাই রেঞ্জ সহকারী বন সংরক্ষক বেলায়েত হোসেনকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফওর কার্যালয়ে তাদের তদন্ত রির্পোট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে পূর্ব সুন্দরবনে বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এ তথ্য জানান।তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, ঢাংমারী স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান ও চাদপাই স্টেশন কর্মকর্তা গাজী মতিয়ার রহমান। বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের তুলাতলা ও আন্ধরমানিক নামক স্থানে নতুন করে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বুধবার রাত ২টা পর্যন্ত বনের আগুন নিভানোর চেষ্টা চালায়।এর আগে গত ১৮ এপ্রিল পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জর ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় আগুন লাগার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নাংলী ক্যাম্পের ওসিসহ তিন জনকে সাময়িক বহিষ্কার করা হয়। ২৩ এপ্রিল শনিবার পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো.সাইদুল ইসলাম তাদের বহিষ্কার করেন। বনে আগুন লাগার ঘটনায় সাময়িক বহিষ্কার হওয়া কর্মকতার মধ্যে ছিলেন নাংলী ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন, বোট ম্যান মোবারেক হোসেন ও পলাশ মজুমদার ।গত ১ মাসের মধ্যে চার বার আগুন লাগার বিষয়ে জানতে চাইলে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাইদুল ইসলাম এর সঠিক কোনো কারণ জানাতে পারেননি। সর্বশেষ বুধবার সুন্দরবনের চাদপাই রেঞ্জের তুলাতলার উত্তর পাশে ও আন্দারমানিক এলাকায় লাগা আগুনে বনের কী পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিভে যাওয়া যে সকল স্থানে ধোয়া দেখা যাবে তা পুরোপুরি নিভানোর জন্য ফায়ারসার্ভিসের একটি ইউনিট ও বন কর্মীরা কাজ করছে। আগুন পুরোপুরি নেভানোর পরই কী পরিমাণ বন আগুনে পুড়েছে তা নির্নয় করা হবে। তবে যে স্থানে আগুন লেগেছে সেখানে বলা গাছ ও সন জাতীয় উদ্ভিত ছাড়া সুন্দরী বা অন্য কোনো উদ্ভিদ না থাকায় ক্ষতির অাশঙ্কা কম বলে তিনি দাবি করেন। এর আগে আগুনে বনের প্রায় ১ একর বনভুমি পুড়ে গেছে বলে তিনি জানিয়েছিলেন।সর্বশেষ ২৭ এপ্রিল বুধবার বিকেলে আগুন লাগাসহ গত ১ মাসে সুন্দরবনের একই এলাকায় মোট চারবার আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে গত ২৮ মার্চ সন্ধ্যায় প্রথমে সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বনে আগুন লাগে। তারপর চলতি মাসের ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের ওই এলাকায় আগুন লাগে। এবং গত ১৮ এপ্রিল সোমবার সকালে বাগেরহাটের শরণখোলা উপজেলাধীন পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকার আব্দুল্লার ছিলা শেষ প্রান্তে "ছলে বনে" আগুন লাগার ঘটনা ঘটে। শওকত আলী বাবু/এফএ/আরআইপি