দেশজুড়ে

বিদ্যুতের দাবিতে নিকলীতে ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জের নিকলীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঝাড়ু মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ কমসূচি পালন করা হয়।মিছিলটি উপজেলার প্রধান-প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে শত শত মানুষ। পরে তারা উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন।এলাকাবাসীর অভিযোগ, নিকলী উপজেলার সদরসহ সাতটি ইউনিয়নে গত এক মাস ধরে পল্লী বিদ্যুতের লোডশেডিং অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ২৪ ঘণ্টার মধ্যে দুই ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। এতে ব্যাহত হচ্ছে-শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসাসহ অফিসের কাজকর্ম। অসহনীয় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে সকালে স্থানীয় ঈদগাঁ মাঠে জনগণ জুতা, ভাঙা হারিকেন, লাঠি ও ঝাড়ু নিয়ে বিক্ষোভ-মিছিল করেন।এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহবুব আলম স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, নিকলী উপজেলায় অতিমাত্রায় পল্লী বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। ফলে জনগণ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। স্মারকলিপির কপি জেলা প্রশাসক ও পল্লী বিদ্যুৎ সমিতির জিএম বরাবর পাঠানো হবে বলেও জানান তিনি।নূর মোহাম্মদ/এআরএ/এবিএস