দেশজুড়ে

বান্দরবানে জেএসএসকে প্রতিহত করার ঘোষণা আ.লীগের

পাহাড়ে জনসংহতি সমিতির (জেএসএস) চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছে বান্দরবান জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জেলা আওয়ামী লীগের উদ্যোগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেয়া হয়।এর আগে শহরের রাজার মাঠ থেকে নেতাকর্মীরা বিক্ষোভ-মিছিল বের করে। মিছিলটি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। পরে একই স্থানে তারা বিক্ষোভ-সমাবেশ করেন।বান্দরবান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একে এম জাহাঙ্গীর বলেন, পাহাড়ে সন্ত্রাসীদের যে কোনো ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে যেখানে যেভাবে প্রতিবাদ করতে হয় তা করা হবে।বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন পূর্বে পার্বত্য জেলায় জেএসএস সমর্থিত প্রার্থীকে ভোট দেয়ার জন্য জেএসএসের সশস্ত্র বাহিনীর মাধ্যমে বিভিন্ন এলাকায় সন্ত্রাসী হামলা ও ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়েছে। এছাড়াও বক্তারা সমাবেশ থেকে পাহাড়ে চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীদের গ্রেফতারের দাবি জানান।এসময় জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, একে এম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইসলাম বেবী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষি পদ দাস প্রমুখ।প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল তৃতীয় দফায় ইউপি নির্বাচনের পর থেকেই জনসংহতি সমিতি নির্বাচনে কারচুপি, প্রভাব বিস্তার ও জাল ভোট প্রদানের জন্য আওয়ামী লীগকে অভিযুক্ত করে আসছিল। এর প্রতিবাদে তারা বিক্ষোভ-সমাবেশ ও মিছিলও করে শহরে। এবার বান্দরবানে ২৫টি ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ ২০টি, জনসংহতি সমিতি একটি, বিএনপি তিনটি ও স্বতন্ত্র প্রার্থী একটিতে জয়লাভ করে।সৈকত দাশ/এআরএ/এবিএস