দেশজুড়ে

জেলায় জেলায় আনন্দ মিছিল

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে সারাদেশে আনন্দ মিছিল হয়েছে। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইলশেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের শিক্ষার্থী-অভিভাবক সমাজ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এ আনন্দ মিছিলে যোগ দেয়। প্রথমে টাঙ্গাইল শহীদ মিনার চত্বর ও পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বান্দরবানশেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে বান্দরবানে অনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। বিকেলে শহরের ট্রাফিক মোড়ে এ আনন্দ মিছিল করা হয়।

ঝিনাইদহশেখ হাসিনার পতনের খবরে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে রং খেলায় মেতে ওঠেন। অনেকেই উঁচু স্থানে উঠে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দেয়। পুরো শহর উৎসবে মেতে ওঠে।

ভোলাজাতীয় পতাকা নি‌য়ে আনন্দ মি‌ছিল ক‌রে‌ছেন বি‌ভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় তারা বি‌ভিন্ন পাড়া-মহল্লা থে‌কে শ্লোগান দি‌য়ে শহ‌রের সদর রোড বি‌ভিন্ন সড়ক পদ‌ক্ষিণ ক‌রে বাংলাস্কুল মো‌ড়ে এসে জ‌ড়ো হন।

আরএইচ/এএসএম