কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার গচিহাটা স্টেশনের কাছে যমুনা সেতু থেকে চট্টগ্রামগামী ময়মনসিংহ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে পড়েছে। এতে কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে ৩৮ ডাউনলোড নামে ওই ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। এতে দুর্ঘটনায় পড়া ট্রেনের দুই পাশে আটকা পড়েছে কয়েকটি ট্রেন।কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, ভৈরব থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।নূর মোহাম্মদ/এসএস/এবিএস