বিনোদন

চ্যালেঞ্জার আজও জনপ্রিয়

প্রধান চরিত্রে অভিনয় না করেও মনোযোগ কেড়ে নিতেন তিনি। সপ্রতিভ অভিনয়দক্ষতা ছিল তার। তিনি হাসলে দর্শক বিনোদিত হতেন, তিনি কাঁদলে সংক্রমিত হতো হৃদয়ে হৃদয়ে। সেই অভিনেতার নাম চ্যালেঞ্জার। আজ এই অভিনেতার জন্মদিন।

১৯৫৯ সালের আজকের দিনে ঢাকার খিলগাঁওয়ে জন্মগ্রহণ করেছেন চ্যালেঞ্জার। জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ‘হাবলঙ্গের বাজার’ নাটকের মাধ্যমে টিভিনাটকে অভিনয় শুরু করেন তিনি। যদিও অভিনেতা হওয়ার কোনো ইচ্ছা ছিল না তার। কিন্তু হুমায়ূন আহমেদ তাকে অভিনেতা বানিয়েছিলেন। নির্মাতার ‘উড়ে যায় বকপক্ষী’, ‘চন্দ্রকারিগর’, ‘কালা কইতর’, ‘বৃক্ষমানব’, ‘যমুনার জল দেখতে কালো’, ‘লীলাবতী’, ‘জুতা বাবা’, ‘খোয়াব নগর’, ‘চোর’, ‘পিশাচ মকবুল’সহ বহু নাটকে অভিনয় করেছেন চ্যালেঞ্জার। এর বাইরেও অনেক নির্মাতার নাটকে দেখা গেছে তাকে।

চ্যালেঞ্জারের আসল নাম এ এফ এম তোফাজ্জল হোসেন। তার নাম বদলে দেন হুমায়ূন আহমেদ। নাম বদলে অভিনয়ে আসার সেই চ্যালেঞ্জ বেশ ভালোভাবেই গ্রহণ করেছিলেন তিনি। হুমায়ূন আহমেদের বিশ্বাস ও ভালোবাসার মূল্য দিয়েছেন। আট বছরের ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন আড়াই শতাধিক নাটক ও বেশ কয়েকটি চলচ্চিত্রে। তার অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘শ্যামল ছায়া’, আমজাদ হোসেনের ‘কাল সকালে’, তৌকির আহমেদের ‘দারুচিনি দ্বীপ’, শহীদুল ইসলাম খোকনের ‘লাল সবুজ’ উল্লেখযোগ্য।

তিন ভাই ও দুই বোনের মধ্যে চ্যালেঞ্জার সবার বড়। এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি। জন্মদিনে প্রিয় ভাইকে স্মরণ করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন ভাইজান। আপনার পা ফেলা রাস্তায় হাঁটি। মনে মনে আপনাকে খুঁজি। মাঝে মাঝে দেখি, দেখি আপনি খুব অবাক হয়ে তাকিয়ে দেখছেন, আমি এতদূর কীভাবে একা একা এলাম। মহান আল্লাহ পাক আপনাকে ততটুকু ভালো রাখুক, যতটুকু আপনি মানুষের জন্য করেছেন।’

২০১০ সালের ১২ অক্টোবর মস্তিষ্কের ক্যানসারে মারা যান চ্যালেঞ্জার। মাত্র ৫১ বছর বয়সে নিভে যায় অসামান্য এক অভিনেতার জীবন প্রদীপ। মৃত্যুর পর আজও সমান জনপ্রিয় এই অভিনেতা। এখনো ইউটিউবে তার অভিনীত নাটক মানুষকে পুলকিত করে, আনন্দ দেয়।

এলএ/আরএমডি/এএসএম