বেশিরভাগ ক্ষেত্রেই কেউ নিজেকে নকল করেন না। একান্ত প্রয়োজন না পড়লে সেটা সাধারণত কেউ করেন না। কিন্তু মল্লিকার ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। নিজেকে নকল করেছেন তিনি। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর কান চলচ্চিত্র উৎসবে মল্লিকার উপস্থিতির কথা সবারই জানা। সর্বশেষ উৎসবে নীল রঙের পোশাক পরেই দর্শকদের মাত করেছিলেন তিনি। যদিও এই মাত হওয়ার বিষয়টা নিয়েও প্রশ্ন তুলেছেন নিজ দেশের কেউ কেউ। তবে উৎসবে উপস্থিত দেশ-বিদেশের অনেক তারকাই মল্লিকার পোশাক সেন্সের ভূয়সী প্রশংসা করেছেন। সেটা মনে রেখেছিলেন মল্লিকা। কান উৎসবে নিজের পরিহিত পোশাক নকল করেছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডে কান উৎসবে পরিহিত নিজের পুরনো পোশাক পরেই উপস্থিত হন মল্লিকা। যতই তিনি ভাবুন কয়েক মাস আগের ব্যাপার, কেউ হয়তো তার পোশাক মনেও রাখেননি। কিন্তু নিন্দুকেরা সবই নজরে নেন। তাই বিগ স্টার অ্যাওয়ার্ডে মল্লিকার পোশাক দেখে তারা সমালোচনা করতে ছাড়েননি। একজন তো অভিনেত্রীকে সরাসরি জিজ্ঞেসই করে বসলেন। মল্লিকারও সম্ভবত উত্তরটা ঠিক করাই ছিল। বলেছেন, ‘অন্যের কপি ক্যাট হওয়ার চেয়ে নিজেকে রিপিট করা অনেক ভালো মনে করি আমি।’