জয়পুরহাটের কালাইয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের কোদালের আঘাতে সোলায়মান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সোলায়মান আপলাপাড়া গ্রামের মৃত হজরত আলীর ছেলে। শনিবার দুপুরে উপজেলার গোপীনাথপুর আপলাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কালাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ড্রেনের কয়েক হাত জায়গার বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন সোলায়মান আলীর মাথায় কোদাল দিয়ে আঘাত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর নিহতের স্বজন ও বিক্ষুব্ধ গ্রামবাসী প্রতিপক্ষের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এসময় তিনজনকে পিটিয়ে আহত করা হয়।পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে ইয়াকুব আলী, মাহফুজার রহমান ও মেহেদুল হাসান নামে তিনজনকে আটক করা হয়েছে।রাশেদুজ্জামান/এআরএ/এবিএস