অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ। বুধবার (২১ আগস্ট) ট্রাস্ট বোর্ড মেম্বারদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নর্থ সাউথ ইউনিভার্সিটির কয়েকজন ট্রাস্টি জানান, বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে উপাচার্যের কাছে জবাবদিহি চাওয়া হচ্ছিল। শিক্ষার্থীরাও তার পদত্যাগের জন্য আলটিমেটাম দিয়ে আসছিলেন।
এর পরিপ্রেক্ষিতে ট্রাস্টি বোর্ডের সভা ডাকা হয়। সেখানে আলোচনা হয় যে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে এ বিশ্ববিদ্যালয়ে যোগ্য শিক্ষক রয়েছেন। সেজন্য আতিকুল ইসলামকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে দ্রুতই বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরবে এমন আশাবাদও ব্যক্ত করেন তারা।
অধ্যাপক আতিকুল ২০১৬ সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিযুক্ত হন। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি দ্বিতীয়বারের জন্য পুনরায় নিয়োগ পান। সবশেষ গত মার্চে তাকে তৃতীয় মেয়াদে এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
অধ্যাপক আতিকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এমকম (অ্যাকাউন্টিং) এবং সিডনি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে চাকরিজীবন শুরু করেন তিনি।
এএএইচ/বিএ/জিকেএস