সুন্দরবনের গহীনে ধানসাগর স্টেশনের তুলতলায় বুধবার বিকেলে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনার তিনদিন পর রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন। এদিন বেলা সাড়ে ১১টায় হেলিকপ্টারযোগে মন্ত্রী সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাইলট স্কুল মাঠে অবতরণ করেন। সেখানে আগে থেকে অপেক্ষারত বাগেরহাট ৪ আসনের সংসদ ডা. মোজাম্মেল হোসেন এবং প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলীকে নিয়ে ১১টা ৪০ মিনিটে সুন্দরবন পরিদর্শনে যান। প্রায় ২০ মিনিট হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে দুপুরে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় মন্ত্রী যোগ দেন। মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন বলেন, সুন্দরবন বাঁচলে দক্ষিণাঞ্চল বাঁচবে। যে প্রাকৃতিক ঝড় জলোচ্ছাস হয় তা সুন্দরবনই প্রথমে মোবাবেলা করে আমাদের রক্ষা করে। সুন্দরবনে অনাকাঙ্খিতভাবে আগুন নেভানোর সুবিধার্থে মরাভোলা নদী বর্ষা মৌসুমের পর খনন করা হবে। বনের নজরদারীর সুবির্ধাথে নৌযানসহ সুন্দরবনে লোকবল বৃদ্ধি করার চিন্তা করছে সরকার। সুন্দরবনে শুষ্ক মৌসুমে কয়েক বার আগুন লাগার ঘটনায় সুন্দরবন পূর্ব বনবিভাগে (চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে) জেলে বাওয়ালীদের প্রবেশের জন্য অনৃদিষ্টকালের জন্য কর্তৃপক্ষ যে পাশ পারমিট বন্ধ রেখেছে সে বিষয়ে ঢাকায় ফিরে আলোচনার পর সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী।মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী, পূর্ব সুন্দরবন বিভাগের ডিএফও মো. সাইদুল ইসলাম, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. অতুল মন্ডল, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন প্রমুখ।এদিকে বনে আগুন দেবার ঘটনায় শরণখোলা থানা পুলিশ উত্তর রাজাপুর এলাকা থেকে রোববার ভোর রাতে ৪ জনকে আটক করেছে। এর আগে শুক্রবার সন্ধ্যায় শরণখোলা উপজেলার একই এলাকা থেকে পুলিশ খলিলুর রহমান হাওলাদার নামে অপর এক ব্যক্তিকে আটক করে।এর আগে শনিবার বিকেলে প্রধান বন সংরক্ষম মো. ইউনুস আলী শরণখোলায় পৌঁছে স্পিডবোডে করে সুন্দরবনের অভ্যন্তরে প্রবেশ করে। পরে তিনি আগুনে পুড়ে যাওয়া সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তুলাতলা এলাকা পরিদর্শন করেন। সরকারি হিসেবে গত ২৭ এপ্রিল বিকেলে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তুলাতলায় লাগা আগুনে পুড়ে গেছে বনের সাড়ে তিন একরের গাছ পালা। দুর্বৃত্তদের দেয়া ওই আগুন শনিবার বিকেলে পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে নাশকতা উল্লেখ করে শরণখোলা থানায় ৬ চিহিৃত আসামির নাম উল্লেখ করে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বন কর্মকর্তা সুলতান মাহমুদা বাদী হয়ে জীববৈচিত্র ও বনের ক্ষতির কথা উল্লেখ করে মামলা দায়ের করেন।এর আগে ১৩ ও ১৮ এপ্রিল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে আগুন দেবার ঘটনায়ও ১১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছিল। এর আগে গত মার্চ মাসের ২৮ তারিখ আরেক দফা চাঁদপাই রেঞ্জ এলাকায় বনে আগুন লাগে।শওকত আলী বাবু/ এমএএস/এবিএস