বিনোদন

অন্ধকারের গল্পে হ্যাপি যা বললেন (অডিও)

রোববার রাত ১১টায় রেডিও ঢাকা এফএমে এসে অন্ধকারের গল্পে নিজের এবং রুবেলের প্রেমের সম্পর্কের কথা স্পষ্ট প্রকাশ করেছেন আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপি।অনুষ্ঠানে হ্যাপি বলেন, কীভাবে তাদের সম্পর্ক হয়েছে, গভীরতা কতদূর গিয়েছিল। একই ফ্ল্যাটে তারা কীভাবে থাকতেন। এরপর কীভাবে আবার দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। আমরা হাজব্যান্ড ওয়াইফের মতো ছিলাম। শপিং করেছি। ডেটিং করেছি।শুরুতেই হ্যাপি বলেন, এক বছর ধরে ওর সাথে পরিচয়। শুরুটা হয় ফেসবুকের মাধ্যমে। ও যে খেলোয়াড় এটা আমি জানতাম না। ওর বাড়ি বাগেরহাটে, আমার বাড়িও বাগেরহাটে। ক্রিকেট আমি ভালো বুঝিও না। প্রথমে ও আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ও ছিল অন্য একটা জগতের মানুষ, আমি আরেক জগতের। এভাবে একটা সময় আমারা ফোন নম্বর চায় রুবেল। এর আগে শুরু থেকেই ফেসবুকে কথা হয়েছে। ওর ফোন পেয়ে প্রথমে খারাপ লাগতো ও বিরক্ত হতাম। তারপর থেকে আস্তে আস্তে সম্পর্ক হয়েছে।বিস্তারিত শুনুন অডিওতে...