খেলাধুলা

বন্যার্তদের পাশে বিসিবি, কোটি টাকার অনুদান ও ত্রাণ সহায়তা

ভারত থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে দেশের বেশ কয়েকটি জেলা। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলা। ফেনীতে রীতিমত মানবিক বিপর্যয় নেমে এসেছে।

এই অবস্থায় ফেনীতে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বন্যায় ঘরবাড়িহারা অসহায় মানুষদের জন্য সেনাবাহিনীর মাধ্যমে ৩ হাজার প্যাকেট ত্রাণ পাঠানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। একটা পরিবারের অত্যাবশ্যকীয় খাবারসহ যা যা প্রয়োজন সব আছে ওই প্যাকেটে।

এদিকে বন্যার্তদের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে নগদ ১ কোটি অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ।

এআরবি/এমএমআর/জেআইএম