রাজনীতি

ভারত প্রভুত্ব বজায় রাখতে চায়: ফখরুল

এই অঞ্চলে প্রভুত্ব বজায় রাখতে চায় ভারত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে ভারত-বাংলাদেশের সম্পর্ক হওয়া উচিত।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই: আমীর খসরুঅন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক: ফখরুলপাশের দেশের নেতাদের বক্তব্য শুনলেই বুঝবেন কীভাবে ষড়যন্ত্র হচ্ছে

মির্জা ফখরুল বলেন, যে স্বাধীনতা অর্জন হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কী কী সংস্কার করবে তা জনগণের সামনে তুলে ধরা উচিত। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করা উচিত।

কেএইচ/এসএনআর/জেআইএম