নতুন বছর ২০২৬ উপলক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এবং রাশিয়ার বার্তা সংস্থা তাস কিমের পাঠানো অভিনন্দন বার্তাটি প্রকাশ করেছে।
চিঠিতে কিম জং উন লিখেছেন, প্রিয় আমার সহযোদ্ধা! কোরীয় গণতান্ত্রিক জনগণ প্রজাতন্ত্র (ডিপিআরকে) সরকারের পক্ষ থেকে এবং কোরীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মাধ্যমে রুশ ফেডারেশনের সরকার ও ভ্রাতৃপ্রতিম রুশ জনগণকে নতুন বছর ২০২৬ উপলক্ষ্যে উষ্ণ ও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
চিঠিতে কিম জং উন উল্লেখ করেন, ২০২৫ সালে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং তা এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা তিনি বর্ণনা করেন-একই পরিখায় রক্ত, জীবন ও মৃত্যুর অংশীদারিত্বে গড়ে ওঠা সবচেয়ে আন্তরিক জোট হিসেবে।
তিনি বলেন, এই সম্পর্কের দৃঢ়তা ও শক্তি সময় ও ইতিহাসের পাতায় আরও স্পষ্টভাবে খোদাই হয়ে গেছে। কিম জং উনের ভাষায়, দুই দেশের জনগণের মধ্যে ঐক্য ও বন্ধন কেউই ভাঙতে পারবে না।
তিনি আরও যোগ করেন, ন্যায়বিচার ও সত্য, বিজয় ও গৌরব সবসময় রাশিয়া ও এর নেতার পাশে থাকবে।
চিঠির শেষাংশে কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্টের সুস্বাস্থ্য কামনা করেন এবং লেখেন, নতুন বছর ২০২৬ উপলক্ষ্যে রাশিয়ার মর্যাদা ও স্বার্থ রক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আপনার আরও সাফল্য কামনা করছি। এছাড়া তিনি রুশ জনগণের জন্য শুধু সুখ ও সমৃদ্ধি কামনা করেন।
এর আগে, নতুন বছর উপলক্ষ্যে কিম জং উনের কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরীয় সেনাদের ভূয়সী প্রশংসা করেন। কেসিএনএ প্রকাশিত ওই চিঠিতে পুতিন বলেন, দখলদারদের হাত থেকে কুরস্ক অঞ্চল মুক্ত করতে কোরিয়ান পিপলস আর্মির সেনাদের বীরত্বপূর্ণ অংশগ্রহণ এবং পরবর্তীতে রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরীয় প্রকৌশলীদের কর্মকাণ্ড দুই দেশের বন্ধুত্বের অনন্য উদাহরণ।
পুতিন আরও বলেন, রাশিয়া ও উত্তর কোরিয়া ভবিষ্যতেও বন্ধুত্ব ও মিত্রতার সম্পর্ক আরও জোরদার করবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখবে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক ও কূটনৈতিক ঘনিষ্ঠতা দ্রুত বেড়েছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে থাকা দুই দেশের এই সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। নতুন বছর উপলক্ষ্যে দুই নেতার এই বার্তা সেই ঘনিষ্ঠ সম্পর্কেরই প্রতিফলন বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।
সূত্র : তাস
কেএম