জাতীয়

আব্দুর রাজ্জাকের ৩য় মৃত্যুবার্ষিকী আজ

আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। ২০১১ সালের এইদিনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাক লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুর রাজ্জাক ছাত্রজীবন থেকে মৃত্যু পর্যন্ত ছিলেন বাঙালি জাতির প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রথমসারির সংগঠক ও নেতা। তিনি ৭১-এর ঘাতক দালাল ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে উঠা আন্দোলনের অন্যতম পুরোধা। প্রয়াত এই নেতার মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ মঙ্গলবার সকাল ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং পরে  ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।এ ছাড়া আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় টিএসসি’তে (ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক মিলনায়তনে) এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বক্তব্য রাখবেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ।