ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থেকেই বড়দিন উৎযাপন করছে মরিনহোর দল। সোমবার রাতে স্টোক সিটিকে ২-০ গোলে হারিয়েছে তারা। স্টোক সিটির ব্রিটানিয়া স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই জন টেরির গোলে এগিয়ে যায় চেলসি। ফ্যাব্রিগাসের ক্রসে হেড করে গোল করেন ইংলিশ এই ডিফেন্ডার। ৭৮তম মিনিটে ফ্যাব্রিগাস নিজে গোল করে চেলসির জয় নিশ্চিত করেন। এই জয়ে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে থাকলো চেলসি। ৩৯ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দ্বিতীয় ও ৩২ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে তৃতীয় স্থানে ।