বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আশিক চৌধুরী।
চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) আশিক চৌধুরীকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরও পড়ুনতথ্য ও আইসিটি সচিবকে ওএসডিস্মরণসভা হচ্ছে না ১৪ সেপ্টেম্বরঅন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরে মেয়াদে সিনিয়র সচিব পদমর্যাদায় তিনি এই নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লোকমান হোসেনের মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগ গত ১৪ আগস্ট বাতিল করা হয়। সে থেকে এই পদটি খালি ছিল।
আরএমএম/কেএসআর/জেআইএম