কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদকে বরখাস্ত করা হয়েছে।
Advertisement
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখার উপ সচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। জাবেদ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা মো. ছামছুল আলম বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মন্ত্রণালয়ের আদেশটি পেয়েছি। সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস