ইউপি নির্বাচনের কাজে গাড়ি রিকুইজিশন করার প্রতিবাদে মেহেরপুরে আন্তঃজেলার সকল সড়কে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি ঐক্য পরিষদ। বুধবার সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা-মুজিবনগরসহ আন্তঃজেলার সকল সড়কে বাস চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম রসুল। তিনি বলেন, এর আগে নির্বাচনী কাজে বাস রিকুইজিশন করে দেশের বিভিন্ন জেলায় নেয়া হয়। ৪র্থ দফা নির্বাচনে আবারও গাড়ি রিকুইজিশন শুরু করেছে পুলিশ। এরই প্রতিবাদে সকাল থেকে বাস চলাচল বন্ধ করা হয়েছে। পুলিশ সুপার হামিদুল আলম জানান, নির্বাচনী কাজে পুলিশ ফোর্স পাঠানোর জন্য গাড়ি রিকুইজিশন করা হয়। বিষয়টি মালিক সমিতির সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের সঙ্গে আবারও কথা বলে দ্রুত বাস চলাচল শুরু করা হবে।আতিকুর রহমান টিটু/এসএস/এমএস