মেহেরপুরের গাংনীতে মিলন হোসেন (৩৭) নামে এক প্রবাসীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল পৌনে ৮টার দিকে গাংনীর ঝিনেরপুল এলাকায় সড়কের পাশে গর্তের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সদর উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে কাতার প্রবাসী মিলন হোসেন মাস তিনেক আগে কাতার থেকে বাড়ি ফেরে। গাংনী শহরের বন বিভাগ পাড়ায় মিলন হোসেন একটি বাড়ি নির্মাণ করছেন। নির্মাণাধীন বাড়িতে তিনি স্ত্রীকে নিয়ে বসবাস করেন। রোববার সন্ধ্যার আগে শ্যামপুর গ্রাম থেকে মোটরসাইকেলযেগে গাংনীর উদ্দেশ্যে রওনা দেয় মিলন। সারা রাত তার কোনো খোঁজ মেলেনি। সকালে ঝিনেরপুল এলাকার সড়কের পাশে একটি গর্তের মধ্য থেকে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের বাবা আব্দুল হামিদ মল্লিক জানান, বিদেশে থাকা অবস্থায় তার স্ত্রী মানছুরা খাতুনের সঙ্গে মোজাম্মেল হোসেন নামের এক যুবকের পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলছিল। স্ত্রীর প্রেমিক তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি। গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ঘটনাস্থল থেকে রক্তামাখা একটি হাতুড়ি উদ্ধার করা হয়েছে। মাথায় হাতুড়ি পেটা করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে মিলনের স্ত্রী ও প্রেমিককে আটকের চেষ্টা চলছে। আতিকুর রহমান টিটু/এসএস/এমএস