ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে অনন্ত ৩০ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে হরিণাকুন্ডু উপজেলার ফলসি ইউনিয়নের বড়ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ফলসী ইউনিয়নের দুই চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান ও বিদ্রোহী প্রার্থী ফজলুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছে। তারই জের ধরে আজ সকালে দুই গ্রুপের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষ ঢাল-সড়কী, লাঠি-সোঠা, রামদা ও ইট-পাটাকেল নিয়ে তুমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন আহত হয়েছেন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়।আহতদের হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।আহমেদ নাসিম আনসারী/এফএ/আরআইপি