প্রকাশিত হতে যাচ্ছে সিনিয়র সাংবাদিক মনিরুজ্জামান উজ্জ্বলের ভ্রমণ বিষয়ক বই ‘ভ্রমণকাহিনি’। বইটি প্রকাশ করছে ঝুমঝুমি প্রকাশন। প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী মামুন হোসাইন।
বইটির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বইটিতে আপাতত পাঁচটি দেশ- মালদ্বীপ, তুরস্ক, সৌদি আরব, দুবাই ও মালয়েশিয়া ভ্রমণের অভিজ্ঞতার গল্প থাকবে। পাঠকপ্রিয়তা পেলে আগামী বইমেলায় সুইজারল্যান্ড, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ বিভিন্ন দেশের ভ্রমণ গল্প নিয়ে আরও একটি ভ্রমণগ্রন্থ প্রকাশের ইচ্ছে আছে।’
আরও পড়ুন প্রকাশিত হলো মুকিদ চৌধুরীর নাটকের সংকলন সালেহা চৌধুরীর প্রবন্ধ সংকলন ‘কলামকথা’সাংবাদিকতা পেশায় দুই যুগেরও বেশি সময় কাটিয়ে দিলেও এটি তার প্রকাশিতব্য দ্বিতীয় বই। এর আগে ২০২৪ সালের বইমেলায় ‘যাপিত জীবনের গল্প’ বইটি প্রকাশিত হয়।
অধুনালুপ্ত ‘দৈনিক বাংলার বাণী’র মাধ্যমে মনিরুজ্জামান উজ্জ্বলের সাংবাদিকতার পথচলা শুরু। পরে দেশের শীর্ষস্থানীয় দুটি জাতীয় পত্রিকা ‘দৈনিক যুগান্তর’ ও ‘দৈনিক সমকাল’র রিপোর্টিং বিভাগে এক যুগেরও বেশি সময় কেটেছে তার। তারপর ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা ‘ঢাকা ট্রিবিউন’ হয়ে বর্তমানে দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে প্ল্যানিং এডিটর হিসেবে কর্মরত তিনি।
এসইউ/এএসএম