চাঁদপুরের মতলব উত্তরে চর কাসিমে সবজি ক্ষেতের সীমানাকে কেন্দ্র করে মতলব ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাদ্দাম হোসেনকে কুপিয়ে হত্যা করেছে পতিপক্ষরা। বৃহস্পতিবার সাদ্দাম হোসেনের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে।সাদ্দামের স্বজনরা জাগো নিউজকে জানান, দীর্ঘদিন যাবত জমি নিয়ে প্রতিবেশি হাতেম আলীদের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। বিকেলে সবজি ক্ষেতের সীমানা নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এরই জের ধরে রাত সাড়ে ১০টার দিকে হাতেম আলীর ছেলে জামাল লোকজন নিয়ে সাদ্দামের উপর হামলা চালায়। এসময় তারা সাদ্দাম হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে পরে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়।মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জাগো নিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।ইকরাম চৌধুরী/এআরএ/পিআর