দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগর পৌর ছাত্রলীগের সভাপতি মিঠুকে (২৭) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে জীবননগর পৌর শহরের শাপলা প্লাজার পাসে এ ঘটনা ঘটে।

Advertisement

আহত মিঠু জীবননগর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড পোস্ট অফিস পাড়ার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে মিঠুর সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করেন।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ অভিযোগ করেননি।

Advertisement

হুসাইন মালিক/এসআর/জেআইএম