সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঝুঁকিপূর্ণ একটি বেড়িবাঁধ ভেঙে চাকলা নামের একটি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে। দেড়শ ফুট বাঁধ ভেঙে পড়াই একটি শিক্ষা প্রতিষ্ঠানসহ শতাধিক পরিবার পানি বন্দী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। হঠাৎ করেই ভেঙে গেছে। চেয়ারম্যানের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দুই শতাধিক লোক বাঁধটি সংস্কারের চেষ্টা করছেন। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ঝুঁকিপূর্ণ বাঁধটির বিষয়ে একাধিক বার পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষকে জানানো হলেও তারা সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। তাদের গাফিলতির কারণে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধটি সংস্কারের চেষ্টা চলছে। আকরামুল ইসলাম/এফএ/পিআর