দেশজুড়ে

লামায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের লামায় সড়ক দুর্ঘটনায় মো. জসীম নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার সকালে লামার কুমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জসীম লামা পৌরসভার হরিণঝিরি ৯নং ওয়ার্ডের রুস্তম আলীর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লামা-চকরিয়া সড়কে জীপ গাড়ি এবং পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে জীপের যাত্রী মো. জসিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।সৈকত দাশ/এফএ/পিআর