দেশজুড়ে

চকরিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরেজপুর ইউনিয়নের বাজারে আবু বক্কর (৩৮) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।মঙ্গলবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর ওই এলাকার নাজির হোসেনের ছেলে এবং উপজেলার যুবলীগ নেতা।চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানিয়েছেন, নিহতের মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে।