শেরপুরে জাল ভোট দেওয়ার চেষ্টাকালে দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকাল আড়াইটার দিকে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ফোরকানিয়া গাউছিয়া মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- ওই এলাকার রাকিবুল হাসান ও আরিফুর ইসলাম। শেরপুর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাংশু কুমার সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই দুই যুবক কেন্দ্রে প্রবেশ করে জোরপূর্বক জাল ভোট দিতে চেষ্টা করলে কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তারা তাদের আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্তদের পরে জেলা কারাগারে পাঠানো হয়েছে। হাকিম বাবুল/এসএস/আরআইপি