ডাবের জলে সমাধি ক্ষেত্রে স্নানের মধ্য দিয়ে নোয়াখালীর চৌমুহনীতে হিন্দু সম্পদ্রায়ের শ্রী শ্রী ঠাকুর রাম চন্দ্র দেবের ৬৭তম তিরোভাব উৎসব শেষ হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪টা থেকে ডাবের জল দিয়ে ঠাকুরের সমাধি ক্ষেত্রে স্নান শুরু হয়। তা চলে সকাল ১০টা পর্যন্ত। এ সময় হাজার নর-নারী ভক্ত যার যার মানস কামনা পূর্ণের লক্ষ্যে ডাব নিয়ে উপস্থিত হয় সমাধি ক্ষেত্রে। সারিবদ্ধ লাইনে সবাই সমাধি ক্ষেত্রে ডাবের জল ঢালেন। প্রতি বছরের মতো এবারও ভারতসহ বিভিন্ন দেশ থেকে দুই লাখ ভক্ত এ উৎসবে যোগ দেয়। শনিবার বিকেল থেকে শুরু হওয়া উৎসব স্থলে ঠাকুরের জীবনীসহ দিন-রাতে বেদবাণী, গঙ্গা আবাহন, উৎসব অধিবাস, শ্রী শ্রী নামযজ্ঞ, শ্রী শ্রী সত্যনারায়ণ পুজাসহ বিভিন্ন অনুষ্ঠান ও দুপুরে মহা প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া উৎসব উপলক্ষে চৌমুহনী রেলস্টেশন মাঠে বাহারি বিভিন্ন পণ্য ও কাঠের সামগ্রী নিয়ে বসেছে মেলা। মিজানুর রহমান/এসএস/এবিএস