দেশজুড়ে

বাগেরহাটে কলেজছাত্র হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন

বাগেরহাটের কলেজছাত্র আল-আমিন শেখ বাপ্পা (১৮) হত্যা মামলায় দুই জনকে যাবদজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক জাকারিয়া হোসেন এই রায় দেন। রায়ে যাবদজ্জীবন দণ্ডের পাশাপাশি আসামিদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালতের বিচারক।দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদর উপজেলার ছোট রঘুনাখপুর গ্রামের ফজর গাজীর ছেলে হুমায়ুন কবির ওরফে লিটন গাজী (২৪) এবং একই গ্রামের তহিদ সরদারের ছেলে তরিকুল ইসলাম (২২)। রায় ঘোষণার সময় তারা দুজনই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৬ মার্চ রাতে আসামিরা সদর উপজেলার ছোট রঘুনাখপুর গ্রামের মৃত বেল্লাল শেখের ছেলে আল-আমিনকে ফোনে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ৮ মার্চ আল-আমিনের মা ইয়াসমিন বেগম বাগেরহাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই জিডির সূত্র ধরে পুলিশ আসামি হুমায়ুনকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুয়ায়ী ৯ তারিখ ছোট রঘুনাখপুর গ্রামের জাকির ইজারাদারের বাড়ির বাগান থেকে আল-আমিনের মরদেহ উদ্ধার করে।এঘটনায় নিহত কলেজ ছাত্রের মা ইয়াসমিন বেগম বাদী হয়ে বাগেরহাট মডেল থানায় দুই জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় তদন্ত কর্মকর্তা মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ২০১৪ সালের ৮ জুলাই আদালতে ওই দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দালিল করেন।আদালত মামলা চলাকালে ৭ জন সাক্ষীর স্বাক্ষ্য এবং অনান্য তথ্য প্রমাণের ভিত্তিতে সোমবার এই রায় দেন।শওকত আলী বাবু/এমএএস/এবিএস