ভোলার চরফ্যাশন হাসপাতালের ছাদের প্লাস্টার খসে পড়ে ৪ রোগী আহত হয়েছেন। রোগীদের মধ্যে এক বছরের শিশু রাব্বীর অবস্থা আশঙ্কাজনক।সোমবার দুপুরে হাসপাতালের মহিলা ওয়ার্ডের শিশু কর্নারে ২৪নং বের্ডের উপরে জরাজীর্ণ ছাদের প্লাস্টার খসে পড়লে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, রশিদ মাঝি, রুপজান বেগম ও মানিকজান বেগম। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম জানান, আহত শিশু রাব্বী নিউমোনিয়ায় আক্রান্ত। দুর্ঘটনার পর শিশু কর্নার থেকে চিকিৎসাধীন ২৭ জন রোগীকে সরিয়ে নেয়া হয়েছে। হাসপাতাল নির্মাণ ও সংস্কার কাজে নিম্নমানের কাজ হওয়ায় ছাদের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। রোগীদের অভিযোগ হাসপাতাল ভবনই এখন রোগীতে পরিণত হয়েছে। অমিতাভ অপু/এমএএস/এবিএস