দেশজুড়ে

চাঁদপুরের ৭ ইউপিতে মনোনয়নপত্র জমা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন চাঁদপুরের ৩টি উপজেলার ৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব ইউপির মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ছিল আজ। এ দিন উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৪টি, মতলব উত্তরে ২টি ও মতলব দক্ষিণে একটি ইউনিয়নে প্রথমবারের মতো দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যে প্রার্থী মনোনয়ন দেয়া হয়েছে।ইকরাম চৌধুরী/এসএস/পিআর