দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ভবন নির্মাণে বাঁশের ব্যবহার : পরিদর্শনে দুদক

চুয়াডাঙ্গার দর্শনায় উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের ভবন নির্মাণে রডের বদলে বাঁশ ব্যবহারের অনিয়ম দুর্নীতি তদন্তে ভবন পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) টিম। মঙ্গলবার বেলা ১১টায় দুদক কুষ্টিয়ার উপ-পরিচালক আব্দুল গাফফারের নের্তৃত্বে ৬ সদস্যের একটি টিম পরিদর্শনে আসে। এসময় টিমটি দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ভবনের বিভিন্ন অংশ ভেঙে ভেঙে দেখেন। পরিদর্শন টিমে ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ও জনস্বাস্থ্য অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল মাসুম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নির্মল কুমার দে, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা সুফি রফিকুজ্জামান।এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মামলার বাদী মেরিনা জেবুন্নাহার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের ঢাকা খামারবাড়ির প্রকৌশলী মাহবুবুর রহমান, বেনাপোল বন্দরের উদ্ভিদ সংনিরোধ কর্মকর্তা মো. ওয়াজেদ মিয়া, দর্শনা উদ্ভিদ সংনিরোধ কেন্দ্রের কর্মকর্তা কামরুন্নাহার মিতা। এদিকে গত ৬ এপ্রিল এ ভবন নির্মাণে অনিয়ম নিয়ে দায়ের করা মামলায় প্রধান আসামি ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার ফার্মগেট মনিপুরীপাড়ার মেসার্স জয় ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মনি সিংকে গ্রেফতার করেছে দুদক ও র্যাব। বর্তমানে তিনি হাজতে রয়েছেন।১১ এপ্রিল দুপুরে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মাহমুদুল হক পাটোয়ারীর নেতৃত্বে পরিদর্শনকারীদল ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রকল্পের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভ্যুলেয়শন অফিসার মেরিনা জেবুন্নাহার বাদী হয়ে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জয় ইন্টারন্যাশনালের প্রোপাইটার মনি সিং (৬৪/এ মনিপুরী পাড়া তেজগাঁও ঢাকা), ইঞ্জিনিয়ার্স কনসোর্টিয়াম লিমিটেডের (ইসিএল) ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুস সাত্তার (৮৭০ শেওড়া পাড়া মিরপুর ঢাকা) এবং প্রকল্পের ক্রয় বিশেষজ্ঞ মো. আয়ুব হোসেন (ফ্লাট-২/৫২ তেজকুনিপাড়া তেজগাঁও ঢাকা) এই তিনজনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় সোমবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে মামলা দায়ের করেছেন। এর আগে দুর্নীতি ও অনিয়মের ঘটনার পর্যায়ক্রমে সর্বশেষ গত ২৯ এপ্রিল বেলা ১১টায় কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের নেতৃত্বে এই ৫ সদস্যের তদন্ত দল দর্শনায় আসেন।সালাউদ্দিন কাজল/এমএএস/এমএস