দৈনিক মাত্র ১৭৫ টাকা জমায় এক বেডের ফ্ল্যাট পাবেন বস্তিবাসী। প্রতিদিন ২৫০ টাকা জমা দিলে পাবেন দুই বেডের ফ্ল্যাট। ২০ বছর পরে ফ্ল্যাটের মালিক হতে পারবেন তারা। রাজধানীর মিরপুরে এমনই একটি প্রকল্প হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন।বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন ব্যবসায়ী সমিতির রিহ্যাবের শীতকালীন মেলা ২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণপূর্তমন্ত্রী একথা জানান।আবাসন খাতে কালো টাকার বিনিয়োগ সুযোগ চেয়ে গণপূর্তমন্ত্রী বলেন, আয়কর ১৯ বিবিবি-আইন যেন আবার চালু করা হয়। তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী আমার মন্ত্রণালয়ে আসবেন। আমি একজন মন্ত্রী হতে পারি কিন্তু আমিও রিহ্যাবের সদস্য। আমি আপনাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে সব দাবি দাওয়া পেশ করব। আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব আবাসন খাতের জন্য স্থগিত হওয়া ১৯ বিবিবি-আইন যেন আবার চালু করা হয়। যেন কোনো গ্রাহক ফ্ল্যাট কিনলে কেউ তার টাকা উৎস সম্পর্কে জিজ্ঞেস না করে।এছাড়াও আবাসন খাতের সঙ্কট উত্তরোণ ও গতিশীল করতে সরকারের পক্ষ থেকে বিশেষ প্রণোদনার প্রয়োজন বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।আবাসন খাতে ব্যাংক ঋণের সুদের হার সিঙ্গেল ডিজিটে নামানোর দাবি জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে সরকারিভাবে আবাসন খাতে সহায়তা দেওয়া হয়। কোনো দেশেই ব্যাংক ঋণে সুদের হার ৩ থেকে ৪ শতাংশের উপরে না। কিন্তু আমাদের দেশে সুদের হার অত্যন্ত বেশি। আমি বাংলাদেশ ব্যাংকের কাছে দাবি জানাব এই বিষয়টিতে যেন নজর দেওয়া হয়।