নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পানিতে ডুবে যমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।মঙ্গলবার বিকেল ৪টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড়ের চরলটিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। মৃত মো. আরাফাত উদ্দিন (৬) ও মো. রিপাত উদ্দিন (৬) চরলটিয়া গ্রামের মো. সেলিম উদ্দিনের ছেলে। তারা দক্ষিণ চরলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র ছিল।এ ঘটনায় তাদের মা ফেন্সি আকতার শিল্পী অসুস্থ হয়ে পড়েছেন।মিজানুর রহমান/এমএএস/এবিএস