দুই মাসের ভাড়া বকেয়া থাকায় বাড়ির মালিক সোমা মুন্সি রেবা চক্রবর্তী (৪০) নামে এক গৃহবধূকে পিটিয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। রেবা চক্রবর্তী একই এলাকার চায়ের দোকানদার বিষ্ণু চক্রবর্তীর স্ত্রী ও সদর উপজেলার বংকিরা গ্রামের নিমাই চক্রবর্তীর মেয়ে।রেবা চক্রবর্তী অভিযোগ করে বলেন, ঝিনাইদহ শহরের পাগলাকানাই ডাইভারশন রোডে আমরা সোমা মুন্সির একতলা বাসার নিচতলায় বসবাস করে আসছি। দুই মাসের বকেয়া ভাড়া নেয়ার জন্য সোমা মুন্সি তার কাছে ফোন করে। আমি ব্যস্ত থাকায় ফোন ধরতে পারিনি। এরপর বাড়ির সামনে এসে সোমা মুন্সি বিশ্রী (অনুচ্চারতি) ভাষায় গালিগালাজ করতে থাকে। আমি প্রতিবাদ করায় তিনি আমাকে পায়ের জুতা খুলে এবং কিল ঘুষি মেরে জখম করে। প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।রেবার ভাগ্নে উজ্জ্বল চক্রবর্তী জানান, সোমা মুন্সি আওয়ামী লীগ করার কারণে নানাভাবে তাদের উপর চাপ দিচ্ছে।বাড়ির মালিক সোমা মুন্সি জানান, ভাড়ার টাকা চাইতে গেলে ভাড়াটিয়া রেবা তাকে গালিগালাজ করে এবং জামা ধরে টানাটানি করে। ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, অভিযোগ এলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।আহমেদ নাসিম আনসারী/এসএস/এমএস