শিক্ষা

দিনাজপুর বোর্ডে পাসের হারে এগিয়ে মেয়েরা

দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের দিক থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। তবে ছেলেরা বেশি জিপিএ ৫ পেয়ে ভালো ফল করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, পাশের হারের দিক থেকে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছে। ছাত্রদের পাশের হার ৮৯ দশমিক ২৫ শতাংশ, আর ছাত্রীদের পাশের হার ৮৯ দশমিক ৯৫ শতাংশ।তবে জিপিএ ৫ এর দিক থেকে ছাত্ররা এগিয়ে রয়েছে। জিপিএ ৫ পেয়েছে মোট ৮ হাজার ৮৯৯ জন পরীক্ষার্থী। যার মধ্যে ৪ হাজার ৯৮৪ জন ছাত্র এবং ৩ হাজার ৯১৫ জন ছাত্রী।এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি