দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় ২টি বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। বুধবার দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ দুটি বিদ্যালয়ের কোন পরীক্ষার্থী পাস না করার সংবাদটি নিশ্চিত করেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তফাজ্জুর রহমান জানায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার সারবান্ধা গালর্স হাই স্কুলের কোনো পরীক্ষার্থী পাশ করেনি। এই বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল মাত্র একজন ছাত্রী। এছাড়া দিনাজপুরের খানসামা উপজেলার নলবাড়ী গার্লস হাই স্কুলের কোনো পরীক্ষর্থী পাস করেনি। এই বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল মাত্র দুই জন ছাত্রী। তিনি আরোও জানান, এই দুটি বিদ্যালয়সহ যে সকল বিদ্যালয়ে পাসের হার ১০ শতাংশের নিচে রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সুপারিশ পেশ করা হবে। এমদাদুল হক মিলন/এমএএস/পিআর