দেশজুড়ে

বান্দরবানে বিজিবি ক্যাম্পে মিয়ানমারের মর্টার সেল হামলা

বান্দরবানের আলিকদম উপজেলার মিয়ানমার সীমান্তে বিজিবি ক্যাম্পে মর্টার সেল নিক্ষেপ করেছে মিয়ানমারের সীমান্ত বাহিনী। এ ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে আজ প্রতিবাদ জানানোর কথা রয়েছে।বুধবার রাতে মিয়ানমার সীমান্তের সাঙ্গু রিজার্ভের দুর্গম বুলুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে মিয়ানমার সীমান্তের ভেতর থেকে আকষ্মিক ৩টি মর্টার সেল এসে পড়ে। পরে বিজিবিও পাল্টা জবাবে ২টি মর্টার সেল নিক্ষেপ করে। তবে মর্টার সেলের আঘাতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি। অনাকাঙ্কিত পরিস্থিতি এড়াতে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।তবে গুলি বিজিবিকে লক্ষ্য করে করা হয়নি বলে জানিয়ে বিজিবির বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল হাবিবুর রহমান বলেন, মিয়ানমারের আরাকান আর্মি এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের সময় কয়েকটি মর্টার সেল আলীকদমের বিজিবির নির্মাণাধীন ভবনের উপর দিয়ে যায়। প্রসঙ্গত গত বছরের ২৬ আগস্ট থানচি উপজেলার বড় মদক এলাকায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মি বিজিবির ক্যাম্পে হামলা করলে এতে ২ জন আহত হয়।সৈকত দাশ/এফএ/পিআর