ফিচার

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি নেটো

বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ হচ্ছেন জোয়াও মারিনহো নেটো। ১১২ বছর ৫২ দিন বয়সী নেটো ব্রাজিলের বাসিন্দা। সম্প্রতি ব্রাজিলের সিয়ারার অ্যাপুয়ারেসে লংগেভিকুয়েস্টে তার বয়স নিশ্চিত করে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১১২ বছর বয়সে যুক্তরাজ্যের জন টিনিসউডের মৃত্যুর নেটো এখন সবচেয়ে বয়স্ক ব্যক্তি।

১৯১২ সালের ৫ অক্টোবর ব্রাজিলের মারাঙ্গুয়াপে, সিয়ারায় জন্মগ্রহণ করেন নেটো। তিনি এর আগে ব্রাজিল এবং ল্যাটিন আমেরিকার সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ হিসেবে স্বীকৃত ছিলেন। বর্তমানে তিনি এখন সবচেয়ে বয়স্ক জীবিত মানুষ পুরো বিশ্বে।

আরও পড়ুন৪ বার মরিচ খেয়ে রেকর্ডের পর খেলেন হট সস

জোয়াও একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। চার বছর বয়স থেকেই তিনি তার বাবাকে মাঠের কাজে সাহায্য করতেন।তার কাজ ছিল গবাদি পশুর যত্ন নেওয়া এবং জুয়াজিরো গাছ থেকে ফল সংগ্রহ করাসহ আরও নানান কিছু। তিনি জমিতে ভুট্টা এবং মটরশুটি চাষ করতেন। বাড়িতে গরু, ছাগল, শূকর ও মুরগিও লালন-পালন করেন।

জোয়াও জোসেফা আলবানো ডস সান্টোসকে বিয়ে করে। তাদের সাত সন্তান। যার মধ্যে জীবিত আছেন ছয়জন, তার ২২ জন নাতি-নাতনি। তারা এখন অনেক বড়। তাদের ছেলেমেয়ে আছে। এই দীর্ঘজীবনের রহস্য হিসেবে জোয়াও মনে করেন তার পরিশ্রম।

ভেনিজুয়েলার জুয়ান ভিসেন্টে পেরেজের মৃত্যুর পর থেকে জোয়াও লাতিন আমেরিকার সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত, যিনি একজন প্রাক্তন সবচেয়ে বয়স্ক মানুষ। তিনি এই বছরের শুরুতে ১১৪ বছর বয়সে মারা যান।

আরও পড়ুন২৫০ ফুট ৫ ইঞ্চি জিন্স প্যান্ট বানিয়ে রেকর্ড২ বছরে ১৪ পর্বত শৃঙ্গ জয় করে রেকর্ড যুবকের

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

কেএসকে/জেআইএম