জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি: ০৬ ডিসেম্বর ২০২৪

দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার। বেকারত্বের হার বাড়ছে জ্যামিতিক হারে। এমন হতাশার মধ্যেও কিছু সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখায়। তবে তার জন্য নিজেকে আপডেট রাখতে হবে।

তাই চাকরিপ্রার্থীদের জন্য তুলে ধরা হলো সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো। জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরি—

সরকারি চাকরি

সৈনিক পদে জনবল নিচ্ছে সেনাবাহিনী, লাগবে এসএসসি পাস৯৭ জনকে নিয়োগ দেবে বিএসটিআই, ঘরে বসেই আবেদন১৬ জনকে নিয়োগ দেবে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়১৯ জনকে নিয়োগ দেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়২৯ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, এইচএসসি পাসেও আবেদনশিক্ষা সহায়তা ট্রাস্টে নিয়োগ, লাগবে না অভিজ্ঞতা১৬ জনকে নিয়োগ দেবে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতনর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশনে ৭ জনের চাকরির সুযোগ৫২৫ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সবিদ্যুৎ কোম্পানিতে নিয়োগ, বেতন এক লাখ ৪৯ হাজার১৩ জনকে নিয়োগ দেবে জেলা প্রশাসকের কার্যালয়, আবেদন ফি ২২৩ টাকা১২ জনকে নিয়োগ দেবে ফরিদপুর পৌরসভা, আবেদন ফি ৫০০তারাব পৌরসভায় নিয়োগ, বেতন ৫৩ হাজার টাকানিয়োগ দেবে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান, এসএসসি পাসেও আবেদনপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ১৯০ জনের নিয়োগ, আবেদন ফি ৫৫৮পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ৪৮১ জনের নিয়োগ, এইচএসসি পাসেও আবেদন

ব্যাংক ও আর্থিকপ্রতিষ্ঠানে চাকরি

নিয়োগ দেবে পূবালী ব্যাংক, এসএসসি পাসেই আবেদনের সুযোগঢাকায় নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, লাগবে স্নাতক পাসম্যানেজার নিয়োগ দেবে সিটি ব্যাংক, ২৪ বছর হলেই আবেদন১০ জনকে নিয়োগ দেবে বিক্রয় ডটকম, লাগবে এইচএসসি পাসস্নাতক পাসে ম্যানেজার পদে নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংকএনআরবি ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমাআইপিডিসি ফাইন্যান্সে চাকরি, থাকতে হবে স্নাতক পাস

শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি

২৬ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিএএফ শাহীন কলেজ৫ পদে জনবল নিয়োগ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়১৪ শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজজুনিয়র অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ইউনিভার্সিটিশিক্ষক নিয়োগ দেবে প্রাইম ইউনিভার্সিটি, থাকছে না বয়সসীমাচাকরির সুযোগ দিচ্ছে বিইউবিটি, থাকছে না বয়সসীমানিয়োগ দেবে টেন মিনিট স্কুল, শিক্ষার্থীরাও পাবেন আবেদনের সুযোগসিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ, একাধিক পদে আবেদনের সুযোগ

বেসরকারি চাকরি

ঢাকায় নিয়োগ দেবে ইবনে সিনা ট্রাস্ট, ২১ বছর হলেই আবেদন১০ ম্যানেজার নেবে ট্রান্সকম ইলেক্ট্রনিক্স, ২০ বছর হলেই আবেদননিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, বেতন ৪৫ হাজার টাকা২০ অফিসার নিয়োগ দেবে মিনিস্টার, লাগবে না অভিজ্ঞতাএসএসসি পাসে নিয়োগ দেবে মীনা বাজার, ১৮ বছর হলেই আবেদন১০ জনকে নিয়োগ দেবে ঢাকা বোট ক্লাব, ১৮ বছর হলেই আবেদনচাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, থাকছে না বয়সসীমাঢাকায় নিয়োগ দেবে বম্বে সুইটস, ২৫ বছর হলেই আবেদন১০ জনকে নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইন্স, কর্মস্থল ঢাকা১০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, বেতন ৪০ হাজারসজীব গ্রুপে অফিসার পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকাঢাকায় নিয়োগ দেবে আগোরা, থাকছে না বয়সসীমামদিনা গ্রুপে এক্সিকিউটিভ পদে নিয়োগ, লাগবে স্নাতক পাসঅ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আড়ং, লাগবে স্নাতক পাসনিয়োগ দেবে রানার গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদনকর্ণফুলী গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকাম্যানেজার নিয়োগ দেবে ডিবিএল গ্রুপ, লাগবে স্নাতক পাসবসুন্ধরা গ্রুপে চাকরির সুযোগ, এসএসসি পাসেও আবেদননিয়োগ দেবে মিনিস্টার, ৪০ বছরেও আবেদনের সুযোগঅফিসার নিয়োগ দেবে এসিআই, থাকতে হবে স্নাতক পাসওয়ালটনে ১৫ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

এনজিও

ম্যানেজার নিয়োগ দেবে ব্র্যাক, কর্মস্থল কক্সবাজারনিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, বেতন ৬০ হাজার টাকানারী কর্মী নিয়োগ দেবে মেরী স্টোপস, কর্মস্থল ঢাকা৭৫ হাজার টাকা বেতনে নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটিকেয়ার বাংলাদেশে নিয়োগ, বেতন এক লাখ ৭৯ হাজার

এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খবর পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এমআইএইচ/এমএস