দেশজুড়ে

গাজীপুরে টিসিবির ৩৯ বস্তা চাল-ডাল জব্দ

গাজীপুরে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় টিসিবির ৩৯ বস্তা চাল-ডালসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে পুলিশ।

Advertisement

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে মালামাল জব্দ করে পুলিশ। জয়দেবপুর থানার সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিসিবির পণ্য বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হচ্ছে সংবাদে বাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযানে যাই। এসময় স্থানীয় কুমুন বাজার এলাকায় ইউপি কার্যালয়ের আশপাশের জনৈক হুমায়ুনের ভাঙ্গারী দোকান থেকে টিসিবির ৩৬ খালি বস্তা ও ২৪ প্লাস্টিকের বস্তায় ভর্তি চাল (ওই খালি বস্তার চাল), পাশ্ববর্তী ডেকোরেটরের দোকান থেকে সাত বস্তা চাল ও একটি অটোরিকশা করে বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় মোট ৩৮ বস্তা চাল, এক বস্তা ডাল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নিয়ম বহির্ভূতভাবে টিসিবির পণ্য রাখা ও বিক্রিতে বাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মো. মঞ্জুর আলী, ব্যবসায়ী হুমায়ুন ও এক ডিলারের সম্পৃক্ততা প্রাথমিকভাবে পাওয়া গেছে। জব্দকৃত পণ্য পুলিশ হেফাজতে রয়েছে।

Advertisement

বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, টিসিবির পণ্যের ৩২০০ কার্ডহোল্ডার রয়েছে এই ইউনিয়নে। অনেকে টিসিবির চাল তুলে বিক্রি করে ফেলে। কার্ড হোল্ডারদের মধ্যে কেউ অভিযোগ করেনি।

মো. আমিনুল ইসলাম/এএইচ/জেআইএম