আইন-আদালত

মেয়র শাহাদাতের পদ নিয়ে করা রিট খারিজ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের পদ নিয়ে করা রিট উত্থাপিত হয়নি মর্মে (নটপ্রেস রিজেক্ট) খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের পদে দায়িত্ব পালনে কোনো বাধা নেই।

এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাশেদুল হক।

আরও পড়ুন ডা. শাহাদাতকে চট্টগ্রামের মেয়র ঘোষণা আদালতের 

এর আগে গত ৩ নভেম্বর চট্টগ্রাম সিটি (চসিক) মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেন শপথ নেন।

এফএইচ/এমএইচআর/জিকেএস