বিনোদন

দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল মল্লিক

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। আজ (১৪ ডিসেম্বর) সকালে কোয়েলের কোলজুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। নতুন অতিথি আগমনে নিশপাল সিং ও মল্লিক পরিবারে খুশির হাওয়া বইছে।

কোয়েল নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে আনন্দের সংবাদ ভাগ করে নিয়েছেন। জানা গেছে, মা ও সন্তান সুস্থ আছেন।

আরও পড়ুন: গুরুতর আহত কোয়েল মল্লিক সুখবর দিলেন কোয়েল মল্লিক

কোয়েলর প্রথম পুত্রসন্তানের নাম কবীর। ২০২০ সালের ৫ মে কোয়েলের কোলজুড়ে এসেছিল ফুটফুটে কবীর। প্রায় সাত বছর সম্পর্কের পর ২০১৩ সালে বিয়ে করেন কোয়েল ও নিশপাল।

      View this post on Instagram

A post shared by Koel Mallick (@yourkoel)

ঘনিষ্ঠজন এবং পরিবারের সদস্যদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেছিলেন। এক ছেলের পর এবার মেয়ে হওয়ায় বেজায় খুশি নিশপাল ও কোয়েল।

এমএমএফ/এএসএম