খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।
Advertisement
শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৮টার দিকে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি আইনজীবীদের সংগঠন খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি।
আরও পড়ুন
দুই মামলায় আওয়ামী লীগ-যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেফতার খাগড়াছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ৪গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।
Advertisement
তিনি বলেন, রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরের নিজ বাড়ি থেকে আশুতোষ চাকমাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ২০টির বেশি মামলা রয়েছে। রোববার তাকে আদালতে তোলা হবে।
এর আগে গত ১৩ নভেম্বর চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন
খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যামুজিবুর রহমান ভুইয়া/এমকেআর
Advertisement