দেশজুড়ে

বিএসএফের গুলিতে আম ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বিএসএফের গুলিতে আম ব্যবসায়ী শিহাব উদ্দিন সজল (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় বিএসএফের নির্যাতনে আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিহাব গোয়ালপাড়া গ্রামের মাহাবুল ইসলামের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে সবুজ (১৮), মোমিনুল ইসলামের ছেলে বিপ্লব (১৯) ও জামাত আলীর ছেলে আলম (১৯)।  বিজিবি, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তের গোয়ালপাড়া গ্রামের শিহাব নতুনপাড়া সীমান্তের তারকাটার এপাশে অবস্থিত ভারতীয় নাগরিক শৈলেন প্রামাণিকের বাগানের আম কেনেন। সকালে শিহাব ও তার সঙ্গীরা ঐ বাগানে আম পাড়াকালে ভারতের ১১৩ বিএসএফের বানপুর ধনিঞ্চার ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদেরকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালায়। নির্যাতনের এক পর্যায়ে ৪ আম ব্যবসায়ী বিএসএফের কবল থেকে পালানোর চেষ্টা করেন। এসময় তাদেরকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে গুলিবিদ্ধ হন শিহাব। পরে আহত শিহাবকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাহিনা আফরিন লিয়া তাকে মৃত ঘোষণা করেন।চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন। সালাউদ্দীন কাজল/এফএ/এমএস