বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের (৬৫) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের কঠোর প্রচেষ্টা ও উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকে পেজে জানানো হয়েছে, গত ১৭ ডিসেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মকবুল হোসেনকে (৬৫) ঢাকা সিএমএইচের সিসিসি থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তরিত করা হয়।
গত ৭ ডিসেম্বর শহীদ আবু সাঈদের বাবা জ্বর ও পেটের পীড়া নিয়ে রংপুর সিএমএইচে ভর্তি হন। এরপর ১০ ডিসেম্বর হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১১ ডিসেম্বর সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচে নিয়ে আসা হয়।
আরও পড়ুন প্রধান উপদেষ্টার সামনে কান্নায় ভেঙে পড়লেন আবু সাঈদের বাবাপরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে অ্যাকিউট ভাইরাল মেনিনজাইটিস ও নিউমোনিয়া সংক্রমণ পাওয়া যায়।
এছাড়াও, তিনি আগে থেকেই ফুসফুসের সমস্যা, ব্লাড প্রেসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন। নির্দিষ্ট ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু হলে, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। চিকিৎসকরা আশাবাদী, তিনি শিগগির সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।
টিটি/এসআইটি/জেআইএম