সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তেলের মূল্য কমানোর প্রেক্ষিতে সরকারি নির্দেশনা অনুযায়ী আজ থেকে কমছে যানবাহনের ভাড়া। সকাল থেকে যোগাযোগ মন্ত্রণালয়ের মনিটরিং টিম যানবাহনের ভাড়া পর্যবেক্ষণ করছে।রোববার নরসিংদীর পাঁচদোনায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন মন্ত্রী।মন্ত্রী বলেন, শ্রমিক-মালিকদের প্রতিনিধিদের নিয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে। আশা করি তারাই তাদের সিদ্ধান্ত মেনে চলবে। যদি অভিযোগ আসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এসময় সড়ক ও জনপদ অধিদফতরের ঢাকা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন, নরসিংদীর নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেনসহ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সঞ্জিত সাহা/এআরএ/পিআর