অর্থনীতি

বাণিজ্যমেলায় থাকবে বিআরটিসির দুই শতাধিক বাস, উবারে ৫০ শতাংশ ছাড়

পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে এ বছর বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস।

উবারের মাধ্যমে ৫০ শতাংশ ছাড়ে মেলায় যাত্রী পরিবহন করা হবে। মঙ্গলবার মেলা প্রাঙ্গণে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের উপস্থিতিতে যাত্রী পরিবহনে বিশেষ ছাড় দিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অ্যাপ ভিত্তিক সেবা দানকারী প্রতিষ্ঠান উবারের মধ্যে এমওইউ স্বাক্ষর হয়েছে।

এছাড়া মেলায় যেতে প্রতিবছরের মতো বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিস থাকবে।

কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্যমেলার উদ্দেশ্যে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস চলবে।

এছাড়া মেলা প্রাঙ্গণ থেকে একই গন্তব্যে শাটল বাসের সর্বশেষ ট্রিপ ছাড়বে রাত ১১টায়।

আরও পড়ুন: ২০২৫-এর বর্ষপণ্য হচ্ছে আসবাবপত্র, রপ্তানির অপার সম্ভাবনা

ফার্মগেট (খেজুর বাগান/খামার বাড়ী) টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৭০ টাকা, কুড়িল বিশ্বরোড টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৩৫ টাকা, নারায়ণগঞ্জ টু মেলা প্রাঙ্গণ ভাড়া ১২০ টাকা, নরসিংদী টু মেলা প্রাঙ্গণ ভাড়া ৯০ টাকা, মেলা প্রাঙ্গণ টু গুলিস্তান ভাড়া ৮০ টাকা এবং গুলিস্তান টু নারায়ণগঞ্জ ভাড়া ৪৫ টাকা (জনপ্রতি) নির্ধারণ করা হয়েছে।

এদিকে এ বছর মেলায় প্রথমবারের মতো ই-টিকেটিং এর ব্যবস্থা করা হয়েছে। মেলার টিকিটের মূল্য (জনপ্রতি) ৫০ টাকা (প্রাপ্ত বয়স্ক) এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধিরা তাদের কার্ড প্রদর্শন করে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

এনএইচ/এমএইচআর/জেআইএম